Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৬:১৩

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

শরীয়তপুর: মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা কর্মকাণ্ডের কারণে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ মে) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানা যায়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞাপন

জানাগেছে, ২০১৭ সালের এপ্রিল মাসে শরিয়তপুর জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ঠ একটি আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় যুবদল। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও এখনও পর্যন্ত তা হয়নি।

উল্লেখ্য, গত ১০ মে শনিবার শরীয়তপুর সদর, শরীয়তপুর পৌরসভা, জাজিরা উপজেলা, জাজিরা পৌরসভা, নড়িয়া উপজেলা, নড়িয়া পৌরসভা ও সখিপর থানা কমিটি বিলুপ্ত করেন শরীয়তপুর জেলা যুবদল।

সারাবাংলা/এনজে

কমিটি বিলুপ্ত ঘোষণা যুবদল

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর