পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে গড়ে উঠা সাতটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন।
রোববার (১১ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙে দেন।
শহরের গুরুত্বপূর্ণ এই খালের রহমতপুর ও এতিমখানা অংশে অবৈধ স্থাপনা উড়ে ওঠে। ১৪টি অবৈধ স্থাপনার মালিককে নোটিশ করলেও তারা ওইসব স্থাপনা সরিয়ে নেয়নি। এমন পরিস্থিতিতে খাল উদ্ধার অভিযান চালানো হয়। এসময় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কলাপাড়া পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।