Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় ৭ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৬:৩৬ | আপডেট: ১১ মে ২০২৫ ১৬:৪১

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে গড়ে উঠা সাতটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন।

রোববার (১১ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙে দেন।

শহরের গুরুত্বপূর্ণ এই খালের রহমতপুর ও এতিমখানা অংশে অবৈধ স্থাপনা উড়ে ওঠে। ১৪টি অবৈধ স্থাপনার মালিককে নোটিশ করলেও তারা ওইসব স্থাপনা সরিয়ে নেয়নি। এমন পরিস্থিতিতে খাল উদ্ধার অভিযান চালানো হয়। এসময় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কলাপাড়া পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সারাবাংলা/এসআর

অবৈধ স্থাপনা অবৈধ স্থাপনা উচ্ছেদ কলাপাড়া পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর