নোয়াখালী: নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় কোস্ট গার্ড ও মৎস্য দফতর যৌথ অভিযান চালিয়ে নোয়াখালীর হাতিয়া থেকে ৩০ জন জেলেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৪০ মণ ইলিশ জব্দ করা হয়।
রোববার (১১ মে) দুপুরে জব্দ করা মাছ এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকার মেঘনা নদী থেকে মাছ ধরার দুই ট্রলারসহ তাদেরকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক মৎস্য বিভাগের সমন্বয়ে উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এফবি ভাই ভাই, এফবি নাহিদা-১ নামে ২টি মাছ ধরার ট্রলার আটক করা হয়। এসময় ১২ লাখ টাকা মূল্যের প্রায় ৪০ মণ ইলিশ মাছসহ ৩০ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রলার মালিকদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আটক ৩০ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সব ধরণের মৎস্য নৌযান এবং সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে।