Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগ ব্লক অব্যাহত রেখেছেন জুলাই আহতরা

ঢাবি করেস্পন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৮:২৯ | আপডেট: ১২ মে ২০২৫ ০০:০৬

শাহবাগ অবরোধ অব্যাহত রেখেছেন জুলাই গণঅভ্যূত্থানের আহতরা।

ঢাকা: আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র এবং আহতদের সুচিকিৎসা প্রদানের দাবিতে গতকাল (শনিবার) রাত থেকে শাহবাগ অবরোধ অব্যাহত রেখেছেন জুলাই গণঅভ্যূত্থানের আহতরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।

রোববার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ এলাকায় দেখা যায়, শাহবাগ মোড়ের ঠিক মাঝখানে আহতদের মঞ্চ এখনও রয়েছে। শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এম্বুলেন্স চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনে সিলেটে আহত হন তারিক ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত আছেন। তিনি বলেন, ‘হাসপাতালের বেডে বসে থেকে কী হবে আমাদের ভাইদের সঙ্গে যোগ দিয়েছি। বেশি অসুস্থ লাগলে আবার মেডিকেলে চলে যাই। ভালো লাগলে আবার আসি। আমাদের দেখার কেউ নাই আসলে। সবার দাবি পূরণ হয়ে গেছে সবাই চলে গেছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা থাকব।’

আহত নাহিদ হাসান বলেন, ‘আমাদের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য। আমরা শাহবাগ ছাড়বো না দাবি আদায় না হওয়া পর্যন্ত।’

কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ এখনো পর্যন্ত যোগাযোগ করেনি। হাসনাত-সারজিস তো কাল ওদের দাবি পূরণ হওয়ার পর চলে গেছে আর এদিকে আসেইনি। আমাদের দাবি আমাদেরকেই আদায় করতে হবে।’

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে গতকাল দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা আন্দোলন করে ছাত্র জনতা। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে আন্দোলন বন্ধ করে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীদের একাংশ। তবে জুলাইয়ের আহতরা গতকাল রাত থেকেই শাহবাগ অবরোধ অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এসডব্লিউ

জুলাই গণঅভ্যূত্থানের আহত শাহবাগ অবরোধ অব্যাহত