Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপিডিএফের কার্যক্রম নিষিদ্ধ দাবিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৯:৩১ | আপডেট: ১২ মে ২০২৫ ০০:০৬

‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র বিক্ষোভ।

ঢাবি: পার্বত্য অঞ্চলের রাজনৈতিক দল ইউপিডিএফকে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যায়িত করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’।

শনিবার (১১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন,ভারতের ‘র’ এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাংলাদেশ, ভারত ও আরাকানে বিস্তৃত ইউপিডিএফের মত একটা ত্রিদেশীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সাথে অন্তবর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশন কীভাবে বৈঠক করার নৈতিক সাহস পেলো, সেটা আমাদের বুঝে আসছে না। এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ঐকমত্য কমিশনের ভূমিকা ও দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

ড. ইফতেখার বিচ্ছিন্নবাদীদের ‘দোসর’ অভিযোগ করে তিনি বলেন, ‘ড. ইফতেখার বিচ্ছিন্নবাদীদের সহযোগিতা করছে, যারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানাতে চায়। এ কুশিলবকে দ্রুত অপসারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের যে সদস্যের সহায়তায় ইউপিডিএফকে রাজনৈতিক সংগঠনের স্বীকৃতি দিতে বৈঠকের আয়োজন করা হয়েছে তাদেরকে অতিদ্রুত অপসারণ করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় এমন আন্দোলন গড়ে তুলবো তা সামাল দিতে পারবেন না।’

এ সময় তিনি ৫ দফা দাবি জানিয়েছেন। ইউপিডিএফের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করতে হবে, ‘সন্ত্রাসী’ সংগঠন ইউপিডিএফ এর সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, ঐকমত্য কমিশন থেকে ড. ইফতেখারসহ বিচ্ছিন্নতাবাদীদের সহযোগীদেরকে অপসারণ করতে হবে, পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্নতাবাদীদের খ্রিস্টানাইজেশন রোধ করতে ব্যবস্থা নিতে হবে ও পাহাড় থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এনজে

ইউপিডিএফ কার্যক্রম নিষিদ্ধ বিক্ষোভ স্টুডেন্ট ফর সভারেন্টি’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর