সুনামগঞ্জ: জেলার তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শাহিন আলম উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের জামতলা গ্রামের সাজিনুর রহমানের ছেলে। সে দারুল ইসলাহ্ মডেল মাদরাসার নুরানী (প্রথম) শ্রেণির ছাত্র ছিল।
মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিব বিন আজিজ বলেন, দুপুরে প্রকৃতির ডাকে মাদরাসার ওয়াশরুমে গিয়ে অসাবধানতাবশত পানির পাম্পের লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।