Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ১২ মে ২০২৫ ১৬:০৫

বজ্রপাত। প্রতীকী ছবি

ঢাকা: সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আট জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বজ্রঝড়ে বজ্রপাত থেকে নিরাপদে থাকতে সকলকে ঝড়ের সময়ে বাইরে না বের হতে পরামর্শ দিয়েছে সংস্থাটি। সোমবার (১২ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আরেক জরুরি বার্তায় বলা হয়েছে, সোমবার (১২ মে) সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরবর্তী ১ থেকে ৪ ঘণ্টায় রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এ সময় বেশকিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেগুলো হলো:

*বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা।

* জানালা ও দরজা বন্ধ রাখা।

*সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা।

*নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়া।

*গাছের নিচে আশ্রয় না নেওয়া।

* কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া।

বিজ্ঞাপন

* বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখা।

* জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা।

* বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা।

* শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করা।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

আবহাওয়া ঝড়ের পূর্বাভাস বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর