Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রায় যোগ হচ্ছে ৫ জোড়া বাড়তি ট্রেন, পশু পরিবহণে আরও ৩টি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৬:৪০ | আপডেট: ১২ মে ২০২৫ ১৭:৪৮

বাংলাদেশ রেলওয়ে। ছবি: সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এ সময় নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো চলবে আগের মতোই, তবে এসব ট্রেনের সাপ্তাহিক কোনো বিরতি থাকবে না। এ ছাড়া কুরবানির পশু পরিবহণে আরও তিনটি বিশেষ (ক্যাটেল স্পেশাল) ট্রেন যুক্ত হবে।

সোমবার (১২মে) এ সংক্রান্ত বৈঠকে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চাঁদপুর ঈদ স্পেশাল-২’, ঢাকা- দেওয়ানগঞ্জ রুটে চলবে ‘তিস্তা স্পেশাল-৩ ও ৪‘। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলবে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল – ৫ ও ৬’। ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে চলবে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮’। জয়দেবপুর-পার্বতীপুর-পার্বতীপুর রুটে চলবে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০’।

ব্রিফিং এ বলা হয়, ঈদের পরে পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ৮ টা ১৫ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে ‍দুপুর ২টা ৫০ মিনিটে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে রাত ১০ টা ২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫ টা ৪৫ মিনিটে।

যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পশু পরিবহণের জন্য এবারও চালু করা হবে ক্যাটল ট্রেন। ক্যাটেল স্পেশাল নামে ২ দিনে এই ৩টি ট্রেন চালানো হবে। সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘কোরবানির পশু পরিবহণের জন্য এবার ঈদে ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত থাকবে।’

ক্যাটেল স্পেশাল-১ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়। ক্যাটেল স্পেশাল-২ জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন দুপুর ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে। ক্যাটেল স্পেশাল-৩ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।

বিজ্ঞাপন

এদিকে এবারের ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে। যাত্রী সাধারণের টিকেট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

সংবাদ ব্রিফিং এ রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট এবারো শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকেট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪টি টিকেট ক্রয় করতে পারবে। একজন যাত্রীর সর্বোচ্চ ৪টি টিকেট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। কালোবাজারি বন্ধে সতর্ক থাকবে পুলিশ। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে ৩০ মে।

সারাবাংলা/জেআর/এইচআই

ঈদযাত্রা ঈদুল আজহা কুরবানীর পশু ট্রেন বাড়তি ট্রেন