টাঙ্গাইল: জেলার ঘাটাইলে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশু আল আমিনের। রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল তার।
সোমবার (১২ মে) দুপুর পৌনে ১২ টার দিকেউপজেলা কুলিয়া জামালপুর মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী আলামিন উপজেলা খিলপাড়া গ্রামের মৃত মাহমুদ আলির ছেলে। সে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা জানান, শিক্ষার্থী আলামিন প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা শেষ স্কুল থেকে বাড়ি ফিরছিল। এসময় রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সে আহত হয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকৎসক মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।