Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে শেখ হাসিনা-কাদেরের নামে পশু জবাই

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৭:১৫ | আপডেট: ১২ মে ২০২৫ ১৯:৫০

জবাই করার জন্য রাখা গরু

ঢাকা: গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজধানীর শাহবাগে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি করে গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর শাহবাগে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

‘শুকরিয়া’ জানাতে এই ভুরিভোজের আয়োজনে আপামর জনসাধারণ অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে গরু-ছাগল জবাইয়ের বিষয়ে সাধারণ মানুষের বিভিন্নজন নানান মন্তব্য করেছেন। বেলাল বিন সাঈদ বলেন, ‘এখান থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত। মানুষের রাগ আর ক্ষোভ থেকে বেঁচে দেশের জন্য কাজ করুক।’

বিজ্ঞাপন

এ বিষয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘এখনো দেখা যায় নিষিদ্ধ দলের লোক আছে ফেইসবুকে। এ রকম পোস্ট পেলেই ওরা ঘেউ ঘেউ শুরু করে।’

মোহাম্মদ রকি বলেন, ‘রক্তের সঙ্গে মিশে থাকা খারাপ জাতি কোনোদিন ভালো জাতি হতে পারে না। রাজনীতি করা মানুষগুলো কেউ ফেরেশতা নয়। আওয়ামী লীগ যদি খারাপ করে থাকলে তোমরা যেগুলো করতেছো সেগুলা কি? বাংলাদেশে শিক্ষিত মানুষের মধ্যে পোঁকা ধরেছে অনেক বছর আগে, খারাপের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চলতে এখন জোকারে পরিণত হয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো