কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলায় জুলাই গণঅভ্যুাথনে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে কুষ্টিয়া জেলা প্রশাসন এ আয়োজন করে। এতে
প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
কুষ্টিয়া সদর উপজেলায় জুলাই গণঅভ্যুাথনে আহত ‘সি’ ক্যাটাগরির ৩৪৬ জন জুলাই যোদ্ধাদের প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা।