নাটোর: নাটোরের সিংড়ায় ‘বিএনপির অফিস’ থেকে দেশীয় অস্ত্রসহ কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ মে) রাতে সিংড়ার বামিহাল এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় বেশ কয়েকটি দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস আকন্দ সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে বামিহালে বিএনপির নামে অফিস খুলে এলাকায় চাঁদাবাজি, ভূমি ও পুকুর দখল করে আসছিল কুদ্দুস আকন্দ। সেসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, কুদ্দুস আকন্দ আগে থেকেই চিহ্নিত সন্ত্রাসী। সে দলের কেউ না। বিগত কয়েক বছর আওয়ামী লীগ করেছে; তার আগে বিএনপি করেছে। আবার ৫ আগস্ট থেকে বিএনপি করতেছে। সে সবসময় সরকারি দলের ছত্রছায়ায় থাকতে চায়। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে আমরা তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, কুদ্দুস আকন্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।