Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, নারী ও শিশুসহ আটক ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২২:৪৩

চুয়াডাঙ্গা: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ মে) রাত ৮ টার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন— নড়াইল জেলার মাদোপাশা গ্রামের রফিক মোল্লার স্ত্রী জাবেদা খাতুন (৩৭), তার মেয়ে ময়না খাতুন (১৩) ও খাদিজা খাতুন (৬), একই জেলার তেলকাটা গ্রামের আকবর সিকদারের ছেলে হাফিজুর রহমান (৩৭), তার ছেলে আরিফুল ইসলাম (১৫), সাকিবুল ইসলাম (১২), রাকিবুল ইসলাম (৯) ও মেয়ে জোনাকি ইসলাম (৫), মহাজনপুর গ্রামের সাইফ খানের মেয়ে রেখা বেগম (৪৭), রেখা বেগমের ছেলে মিনাজ (১৫), তানভির (৯) ও তামিম (৭), খুলনা জেলার রাজাপুর গ্রামের সোহাগ শেখের মেয়ে জান্নাতুল (১৪) ও বাগেরহাট জেলার পাঠামরা গ্রামের ওমর ফারুকের ছেলে হাবিবুল্লা (২৩)।

বিজিবি জানায়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে। তাদের মধ্যে ৯ জন শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। তারা বিভিন্ন সময় ভালো বেতনের চাকুরির আশায় অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যায়। আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসআর

অনুপ্রবেশ আটক চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর