ঠাকুরগাঁও: ‘আগে টাকা পরে বিদ্যুৎ মানি না মানবো না’ এই স্লোগানে ঠাকুরগাঁওয়ে প্রিপেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১২ মে) ঠাকুরগাঁও বিদ্যুৎ ফোরামের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়ে একটি বিক্ষোভ বের করে নেসকোর বিদ্যুৎ গ্রাহকেরা।
মিছিলটি ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে সমাবেশ কর্মসূচি পালন করে। যেখানে বক্তব্য দেন ঠাকুরগাঁও বিদ্যুৎ ফোরামের নেতারা।
বক্তারা বলেন, ‘ঠাকুরগাঁওয়ের প্রায় ৯০ শতাংশ মানুষ নিম্ন আয়ের। আমাদের পক্ষে আগে টাকা পরে বিদ্যুৎ এ প্রক্রিয়া মেনে নেওয়া সম্ভব না। এতে করে নিম্ন আয়ের মানুষেরা কঠিন বিপদের মুখে পড়বে। প্রিপেইড মিটার জনস্বার্থবিরোধী হয়রানিমূলক একটি সিস্টেম।’ তাই ঠাকুরগাঁওয়ে প্রিপেইড মিটার চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি অবিলম্বে বাতিল করার দাবি জানান বক্তারা।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নেসকোর অভিমুখে যাত্রা করে। নেসকোর কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।