Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বাসচাপায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১১:২৯ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৪:১১

রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (১৩ মে) সকাল পৌনে ১১টার দিকে কাউনিয়ার মীরবাগ কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউনিয়ার মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) এবং ভাতিজি আফছানা বেগম স্নেহা (১৬)। এদের মধ্যে আফছানা বেগম স্নেহা এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

কাউনিয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলযোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা কাউনিয়ার বেইলিব্রিজ এলাকার মীরবাগ কৃষি কলেজের সামনে স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

বাসচাপায় নিহত রংপুরে সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর