Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া: সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৩:১৩ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৩৯

‎জাতীয় ঐক্য মত্য কমিশনের সঙ্গে সংলাপে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

‎ঢাকা: অন্তর্বর্তী সরকার রুটিন কাজের বাইরে গেলে ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য’ নির্বাচন সংকটে পরতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ হলো একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এ জন্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার পক্ষে দলটি।

‎মঙ্গলবার (১৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐক্য মত্য কমিশনের সঙ্গে দলটির সংলাপে এসব কথা বলেন তিনি।

‎এর আগে, কমিউনিস্ট পার্টির ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে বসেন। সংলাপের শুরুতে সূচনা বক্তব্য দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

সংলাপে রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা বরাবরই বলে এসেছি, অন্তর্বর্তী সরকারের কিছু অন্তর্বর্তীকালীন কাজ আছে। অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে- যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয়, তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম কাজ- একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেটাও কিন্তু সংকটে পরতে পারে। আপনাদের মাধ্যমও এ কথা আমরা মনে করিয়ে দিচ্ছি।

‎তিনি বলেন, আমরা জানি এটা রেগুলার গর্ভমেন্ট না, ইউনিফাইড গর্ভমেন্টও না। এর মধ্যে নানা পথের মানুষ রয়েছে। সুতরাং গুরুত্ব দেওয়া দরকার, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, যা যা প্রয়োজন- সেটা করেই নির্বাচনি পথরেখাটা আগেই করা দরকার। ওই সময়ে আমরা যতকুটু পারি সংস্কারের কাজকে আমরা এগিয়ে নেব। আমি প্রত্যাশা করব, আপনাদের মাধ্যমে সরকার এ কাজটিকে (নির্বাচন) প্রধান কাজ হিসেবে নেবেন।

বিজ্ঞাপন

‎কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেন, ”আমরা ৫ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসকে বলেছিলাম, যে ঐক্যমত্য আমরা করতে চাই, কিন্তু এবারের আন্দোলনের মধ্যে দিয়ে এমন কতগুলো অনৈক্যের ধারা সৃষ্টি হয়েছে, তাতে যদি আপনি পুরো ঐক্যমত্য তৈরী করতে চান তাহলে হয়তো এটা কঠিন হয়ে যাবে৷ সুতরাং যতটুকু ঐক্যমত্য করা সম্ভব সেটার মধ্যে দিয়েই আগান।”

‎তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার সম্পর্ণ করে আমরা যদি নির্বাচনও করতে পারি, আমি প্রয়োজনীয় সংস্কার মানে বলছি, সুষ্ঠু নির্বাচনে যা যা সংস্কার সেটাকে। তাহলে একধাপ অগ্রগতি হবে।

‎জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ছাড়াও এ উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

সারাবাংলা/এনএল/ইআ

অন্তর্বর্তী সরকার রুহিন হোসেন প্রিন্স সিপিবি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন