Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ট্রলি উলটে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৩:১৫ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৩:১৯

নিহত চালক রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

নরসিংদী: জেলার মনোহরদীতে ইট বোঝাই ট্রলি উলটে রুবেল মিয়া (৩৩) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। এ সময় হৃদয় নামে আরেক ট্রলি শ্রমিক আহত হন।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে। অপরদিকে, আহত হৃদয় পার্শ্ববর্তী বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানায়, ট্রলি চালক রুবেল ইট বোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। ট্রলিটি চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উলটে গেলে চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়েন। ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। এ সময় ট্রলিতে থাকা হৃদয় মিয়া আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন।

মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রুবেলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

চালক নিহত মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর