Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, এনবিআর থাকবে: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৫:২২ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৬:৩৫

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – (ফাইল ছবি: সংগৃহীত)

ঢাকা:  ‘এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড ) থাকবে,  তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই’- বলে জানিয়েছেন অর্থ মঙ্গলবার উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে, ‘সোমবার (১২ মে) একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যার মাধ্যমে ৫৩ বছরের এনবিআর ভেঙে গেলো। বলা হচ্ছে- কাস্টম ট্যাক্স ক্যাডারের যেসব কর্মকর্তা দীর্ঘ  সময় ধরে আন্দোলন করছিলেন, তাদের মতামত উপেক্ষা করেই এ অধ্যাদেশ করা হয়েছে। বিষয়টি সে রকম?’

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘অধ্যাদেশটা ভালো করে পড়লেই দেখা যাবে যে, তাদের স্বার্থ সম্পূর্ণরূপে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআরের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআর থাকবে, এনবিআর যেভাবে আছে কতগুলো টার্মস অব রেফারেন্স হিসেবে।’

তিনি বলেন, ‘এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। পলিসি ডিভিশন আর ইমপ্লিমেশন ডিভিশন এক থাকে না। সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়ে। অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে- এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের কাজ কেবল আদায় করা, এটা একটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকে। আমি পলিসি করলাম, আমিই আবার লোক দিয়ে আদায় করলাম।’

‘অত্যন্ত চিন্তা করে এটা করা হয়েছে’- এমন দাবি করে  উপদেষ্ট বলেন, ‘ওদের সঙ্গে যে আলাপ করিনি তা না, আবার যদি মনে করেন, এনবিআরের হাজার হাজার লোকের সঙ্গে আলাপ করতে হবে, তা নয়। যারা মেম্বার, সদস্য ডেফিনেটলি তাদের সঙ্গে আলাপ হয়েছে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সঙ্গে আলাপ হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এনবিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর