Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের দোসর নিয়ে বিএনপি’র কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৫:০৫

অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ করেন বিএনপি’র নেতা-কর্মীরা।

টাঙ্গাইল: জেলার বাসাইলে ত্যাগী ও কারা নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির অপর একটি অংশ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাসাইল উপজেলা সদরে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান কে যেকোনো মূল্যে বাসাইলে প্রতিহত করার ঘোষণা দেন। একইসঙ্গে তার কুশপুত্তলিকা দাহ করেন।

বিজ্ঞাপন

কর্মসূচি চলাকালে দু’পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১১মে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়। এতে দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও কারা ভোগকারী নেতাদের বাদ দিয়ে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী দোসরদের দিয়ে পকেট কমিটি গঠন করেছেন। অবিলম্বে এই কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সমাবেশে বক্তব্য দেন বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, বাসাইল থানায় বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এসডব্লিউ

কমিটি গঠন বিএনপি বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর