Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২০:৩০

অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) বিকেলে সদর উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নের সোলাইমান শাহ মার্কেটের বারান্দার সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে ওই মার্কেটের বারান্দার সিঁড়িতে মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহট উদ্ধার করে মর্গে পাঠায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডাক্তার হোসেন ইমাম সারাবাংলাকে বলেন, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সারাবাংলাকে জানান, মৃত ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৫৫ বছর হবে। তার পরনে আছে লুঙ্গি ও নীলনীল শার্ট । তবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

 

সারাবাংলা/এসআর

অজ্ঞাত মরদেহ কুষ্টিয়া মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর