কুষ্টিয়া: কুষ্টিয়া নারী চিকিৎসক ডা. শারমিন আক্তার ও তার স্বামী ডা. মাসুদ রানার ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলার সর্বস্তরের চিকিৎসক পরিষদ।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে ময়ূর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চিকিৎসকরা জানান, নারী চিকিৎসক ডা. শারমিন সুলতানা ওপর অতর্কিত হামলা, শ্লীলতাহানি, ছিনতাই ও অপহরণের চেষ্টার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে, গত ৫ মে কুষ্টিয়া শহরের কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে অর্থ আত্মসাৎ এর অভিযোগ এনে ডা. শারমিন সুলতানার ওপর অতর্কিত হামলা চালায় ২০-২৫ জন নারী-পুরুষ। পরে তাকে উদ্ধার করতে গেলে হামলার শিকার হন ডা. মাসুদ রানা। পরে গত ৬ মে কুষ্টিয়া মডেল থানায় হামলার শিকার ডা. শারমিন সুলতানা স্বামী ডা. মাসুদ রানা বাদী হয়ে মামলা আদায় করেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘এ ঘটনায় দুইজন নারী ও দুইজন পুরুষ আটক আছে।’