Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৪:২৪

ময়মনসিংহ স্টেশনের জমি দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ফুটেজ ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহে রেলওয়ে স্টেশনের জমি দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১৪ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর সানকিপাড়া রেলগেইটের সামনে দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা বাজার ও দোকানপাটসহ রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।

এ সময় জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, আনসার প্লাটুন কমান্ডার রবিউল হাসান ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বাজারসহ বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছিল ভেকু মেশিন দিয়ে সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সে জায়গা ব্যবসায়ীদের পুনরায় লিজ দেওয়া যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধ স্থাপনা উচ্ছেদ বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহ রেলওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর