Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের সঙ্গে সংঘর্ষে জবির ২৫ শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৪:৪৬ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৫:০৯

জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: সারাবাংলা

ঢাকা: ৭০ শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত, বাজেট বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালনকালে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে।

বুধবার (১৪ মে) দুপুরে তারা আহত হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন, রেদোয়ান (২৪), আসিফ (২০), রহমান (২২), শাকিব (২১), আরিফ (২২), রফিক (২৫), শফিক (২৪), ওমর ফারুক জীলন (২৪), মুজাহিদ বাপ্পী (২৪), মো. জিহাদ (২১), নাহিদ হাসান (২৩), মীর মো. রায়হান (২৩), জিহাদ (২১), আবু বক্কার (২১), নিউটন ইসলাম রিপন (২০), ফারুক হোসেন (২৩), দ্বিন মোহম্মদ (২৩)।

আহতরা জানান, তারা জবি থেকে মিছিলটি নিয়ে কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ওপর। এতে তাদের প্রায় অর্ধশত আহত হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাস থেকে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেন জবি শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ মে) তিন তফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রায় ২৫,জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর আছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

আবাসন ভাতা আহত শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর