ঢাকা: গত কয়েকদিন ধরে চলতে থাকা তাপমাত্রার পারদ কমেছে। ঢাকায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টির সঙ্গে চলছে দমকা হাওয়া আর বিকট শব্দে বজ্রপাত। এদিকে বজ্রপাতের ক্ষতি থেকে বাঁচতে সতর্ক বিজ্ঞপ্তি জারি করেছে আবহাওয়া অধিদফতর। সেখানে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) বজ্রপাতের সতর্কবার্তায় বলা হয়, এদিন দুপুর ১ টা ৪৫ টা মিনিট থেকে পরবর্তী ১ থেকে ৩ ঘণ্টায় ঢাকা, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
এ সময়ে বেশ কিছু পরামর্শ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে সেগুলো হলো:
- বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা।
- জানালা ও দরজা বন্ধ রাখা।
- সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা।
- নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়া।
- গাছের নিচে আশ্রয় না নেওয়া।
- কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া।
- বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে রাখা।
- জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা।
- বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা।
- শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করা।
এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়, বুধবার (১৪ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পাশাপাশি এদিনই রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাংগাইল, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।