Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ৪ কোটি ৪০ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৫:৪২

জব্দ করা অবৈধ মোবাইল ডিসপ্লে।

কুমিল্লা: সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর গংগাসাগর বিওপি বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছে ৬০ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।

বুধবার (১৪ মে) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরবাজার থেকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় মালিকবিহীন অবস্থায় ৪ কোটি ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে

অবৈধ মোবাই ডিসপ্লে জব্দ বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর