Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলী রীয়াজের সঙ্গে হিউম্যান রাইটস্ প্রেসিডেন্টের বৈঠক

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৯:২১

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস্ প্রেসিডেন্ট ক্যারি কেনেডি’র বৈঠক।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস্ প্রেসিডেন্ট ক্যারি কেনেডি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৪ মে) সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আর. এফ কেনেডি হিউম্যান রাইটস্ এর এশিয়ার স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার এবং আন্তর্জাতিক পরামর্শ এবং বিচারিক কার্যক্রমের ভাইস-প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিটা ব্যায়েন্স উপস্থিত ছিলেন। বৈঠকে ঐকমত্য কমিশনের কার্য অগ্রগতি এবং লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

কমিশনের পক্ষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ তৈরি করতে চায়, যা ভবিষ্যত বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা নির্দেশ করবে। এ লক্ষ্যে শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে এবং দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে কমিশন।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই কেবল নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার বিভাগ জনগণের দোরগোড়ায় সুবিচার ব্যবস্থা পৌঁছে দিতে পারে।

‎এ সময় আর. এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডি ঐকমত্য কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সাফল্য কামনা করেন।

‎সারাবাংলা/এনএল/এমপি

অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর