ঢাকা: আইএমএফ’র ঋণ শর্ত পূরণে বুধবার (১৪ মে) থেকে বাজারভিত্তিক ডলার বিনিময় হার চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে রফতানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন। এদিন বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘বাজারভিত্তিক ডলার রেট চালুর জন্য আমরা অপেক্ষা করেছি। এখন এ সিদ্ধান্ত কার্যকর করার সময় এসেছে। তবে এর মানে এই নয় যে, যেকোনো দামে ডলার কেনাবেচা হবে। বিদ্যমান হারের আশপাশেই বিনিময় হার থাকবে।’ এ ঘোষণার মধ্যে দিয়ে আগামী জুনে আইএমএফ’র ২ কিস্তি পাওয়া যাবে বলে মনে করেন তিনি।
আহসান এইচ মনসুর বলেন, ‘ডলারের বিনিময় হার বাংলাদেশ নিজের অর্থনৈতিক বাস্তবতা ও নীতিমালার ভিত্তিতেই নির্ধারিত হবে। অন্য দেশের কথায় বা জল্পনায় রেট নির্ধারণ হবে না। বর্তমানে বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আজকের বৈঠকে ব্যাংকগুলোকে বাজারভিত্তিক বিনিময় হারের নীতিমালা জানিয়ে দেওয়া হয়েছে। তবে বড় অংেকর বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করবে।’
তিনি আরও বলেন, ‘আইএমএফ ঋণের পাশাপাশি জুনের মধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আইএমএফসহ বিভিন্ন বহুপাক্ষিক দাতা সংস্থা থেকে বাংলাদেশ মোট ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার পাবে। এর মধ্যে আইএমএফ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়ের ঘোষণা দিয়েছে।’