Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ‘গণধোলাই’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ২১:৫৪ | আপডেট: ১৫ মে ২০২৫ ০০:১৯

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আকাশকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা

ফরিদপুর: ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আকাশকে (২৯) গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (১৪ মে) সন্ধ্যায় শহরের খাবাসপুর মোড় এলাকা থেকে তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়।

জানা যায়, আকাশের বিরুদ্ধে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আকাশ একটি প্রোগ্রামে কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলকে পিছন থেকে কুপিয়ে জখম করে। এ ছাড়া নানা সময়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে সে। এ ধরনের একজন অপরাধীকে উৎসুক জনতা ধরে পুলিশে দেওয়াকে স্বাগত জানাই।’

ফরিদপুরের কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সারাবাংলা/এইচআই

গণধোলাই গণপিটুনি নিষিদ্ধ ছাত্রলীগ ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর