Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়িতে ৯৪৯০ পিস ইয়াবাসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ২২:৫৮

বিজিবির অভিযানে চোরাকারবারি আটক

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯ হাজার ৪৯০ পিস বার্মিজ ইয়াবা, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোনসহ একজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটক ব্যক্তির নাম মো. হেলাল (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকার বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৪৯০ পিস ইয়াবা, একটি সিএনজি, নগদ এক হাজার ৬৫০ টাকা এবং একটি মোবাইল ফোন। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৩২ লাখ ৪৯ হাজার ৬৫০ টাকা

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, ‘আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।’

উল্লেখ্য, সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়োজিত ১১ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনসহ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ রোধে নিয়মিতভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

সারাবাংলা/এইচআই

আটক ইয়াবা চোরাকারবারি আটক নাইক্ষ্যংছড়ি মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর