Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় যাত্রীবাহী লঞ্চ থেকে ২১ মণ সামুদ্রিক মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ০০:১৮

জব্দকৃত মাছ

পটুয়াখালী: কলাপাড়ায় এমভি সোহেলী নামের একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে চিংড়ি, লইট্টা ও পোয়াসহ বিভিন্ন প্রজাতির ২১ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

বুধবার (১৪ মে) বিকেলে পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে এসব মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো বালিয়াতলী লঞ্চঘাট এলাকায় বসে বিভিন্ন এতিমখানা মাদরাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা এসব মাছ আহরণ করে কিছু অসাধু জেলেরা। অসাধু জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

পটুয়াখালী মাছ জব্দ সামুদ্রিক মাছ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর