Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, সন্ধ্যায় বৃষ্টির আভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ০৯:৪৮ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৫:১৪

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকার তাপমাত্রা গত দুই দিনের চেয়ে কিছুটা বাড়তে পারে। তবে দুপুরের পরে আবার বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৫ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সই করা পূর্বাভাস বার্তায় বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৬ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গার অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পরে।

বিজ্ঞাপন

আর শনিবার (১৭ মে) রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া বলছে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/জেআর/ইআ

আবহাওয়া অধিদফতর আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টির আভাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর