Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫১ বছর পর শিরোপা জিতে বোলোনিয়ার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫ ১০:১৮

৫১ বছর পর শিরোপা জিতল বোলোনিয়া

১৯৭৩-৭৪ মৌসুমে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিলেন তারা। এরপর পেরিয়ে গেছে ৫ দশক। দীর্ঘ এই সময়ে আর কোনো ট্রফির মুখ দেখেনি বোলোনিয়া। অনেক অপেক্ষার পর অবশেষে আক্ষেপ ঘুচল ক্লাবটির। ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতেছে বোলোনিয়া।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইতালিয়ান কাপের ফাইনালে বোলোনিয়ার প্রতিপক্ষ ছিল শক্তিশালী এসি মিলান। ইন্টার মিলানকে হারিয়ে ফাইনালে ওঠা মিলানকেই এই ম্যাচের ফেভারিট মানা হচ্ছিল।

তবে ফাইনালের প্রথমার্ধে দাপট ছিল বোলোনিয়ারই। বল দখলের লড়াইয়ে মিলানের চেয়ে তারাই এগিয়ে ছিল। বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি বোলোনিয়ার। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙে বোলোনিয়া। বক্সের ভেতর বল পেয়ে দান এনদোয়ের দুর্দান্ত এক শটে এগিয়ে যায় বোলোনিয়া। গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া এসি মিলান তেমন কোনো আক্রমণ সাজাতে পারেনি। ম্যাচে আর গোল করতে পারেনি বোলোনিয়াও।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয়েই শিরোপা উল্লাসে মেতে ওঠে বোলোনিয়া। এই জয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করল ক্লাবটি। এই মুহূর্তে ইতালিয়ার সিরি আতে ৭ম স্থানে আছে বোলোনিয়া।

সারাবাংলা/এফএম

ইতালিয়ান লিগ এসি মিলান বোলোনিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর