নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে আরিফ (২৬) নামের এক যুবককে একটি বন্দুকসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে আটটার দিকে নোয়ান্নই ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটক আরিফ ওই এলাকার মিলন মিয়ার ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী বলে জানিয়েছে যৌথ বাহিনী।
অভিযান সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাতে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। সকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়ান্নই ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক কারবারি আরিফকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে। পরর্বতীতে তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসী আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।