পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক দুর্ঘটনায় আহত পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাঠ কর্মী আইনুল হকের (৪৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত আইনুল হক উপজেলার তিরনই হাট ইউনিয়নের বাবুয়ানি জোত গ্রামের আব্দুল গনির ছেলে।
স্বজনরা জানায়, বুধবার (১৪ মে) সন্ধ্যায় তেঁতুলিয়ার তার কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বাবুয়ানীজোত এলাকায় গাছ বোঝাই ব্যাটারিচালিত ভ্যানগাড়ির পিছন থেকে ধাক্কায় আইনুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা থানার একটি ইউডি মামলা দায়ের হয়েছে।