পাবনা: পাবনায় দিনব্যাপী জব ফেয়ার মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এসেট প্রকল্পের আওতায় পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসেট প্রকল্প উপ-প্রকল্প পরিচালক-১ প্রকৌশলী বি এম শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান আখতার, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন।
দিনব্যাপী মেলায় ১৫টি বেসরকারি প্রতিষ্ঠান স্টল দিয়েছে যার মাধ্যমে দেশের বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে।
চাকরি প্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেন। তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করেন প্রতিষ্ঠানটি।