Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক, সম্পাদক শামীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২৩:৩৪

নেত্রকোনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি হলেন অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাদের যৌথ সই করা এক পত্রে জেলা শাখায় ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম জিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকশেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান দোলন, প্রচার সম্পাদক এস এম সোহাগ (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), দফতর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত (যুগ্ম সম্পাদক পদমর্যাদা)।

নতুন কমিটির সদস্যদেরকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এইচআই

কমিটি জেলা ছাত্রদল নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর