Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ‘জলসিঁড়ি’ সম্মাননা পেলেন ৩ গুণী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২৩:৫২

উপহার তুলে দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস

নেত্রকোনা: ‘পাঠে পাঠে আত্মজাগরণ-বই যাবে বাড়ি বাড়ি‘এ স্লোগানকে সামনে রেখে বার্ষিক অধ্যয়ন সভা উপলক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে তিন গুণীজনকে জলসিঁড়ি সম্মাননা-২০২৫ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন— কথা সাহিত্যিক মোজাফফর আহমেদ (ঢাকা), ভালোবাসার কবি তানভির জাহান চৌধুরী (নেত্রকোনা) ও কবি লোকান্ত শাওন (দুর্গাপুর)।

বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামে জলসিঁড়ি পাঠ কেন্দ্রের সাধারণ সম্পাদক দীপক সরকার ও কবি বিদ্যুৎ সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন। পাঠকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‘নজরুল পাঠ কেন্দ্রের’ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সংবর্ধিত জন ভালোবাসার কবি তানভির জাহান চৌধুরী
ও কবি লোকান্ত শাওন।

প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে যুব সমাসজকে সকল কাজে গতিশীল করতে পাঠের অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নাই। সাহিত্যচর্চা করে এমন শিক্ষার্থী কোনোদিন বিপথে যেতে পারে না। আসুন, নিজ নিজ অবস্থান থেকে মাসে অন্তত একটি করে নৈতিক শিক্ষা, মহামনীষী অথবা ইতিহাস ঐতিহ্য মণ্ডিত বই কিনে প্রিয়জনদের উপহার দেই।‘

বিজ্ঞাপন

আলোচনা শেষে ওই তিনজন গুণীজনকে সম্মাননা দেওয়া হয়।

সারাবাংলা/এইচআই

জলসিঁড়ি নেত্রকোনা সম্মাননা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর