Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২০টাকা আবেদন খরচে ৫০ জনের পুলিশে চাকরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ০০:০২

টাঙ্গাইল: সাবিহা আক্তার বিথি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর এলাকার স্কুলদফতরি মর্জিনা আক্তারের একমাত্র মেয়ে। ১২০ টাকা খরচ করে পুলিশে চাকরি পাওয়ায় বিথির দু’চোখের আনন্দ অশ্রু যেন থামছেই না। শুধু বিথি নয়, এরকম ৫০ জনের চাকরি মিলেছে মাত্র ১২০ টাকা আবেদন খরচে।

বুধবার (১৪ মে) রাতে টাঙ্গাইল পুলিশ লাইনের গ্রিলশেডে ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় চাকরি পাওয়া প্রার্থীরা কান্নায় ভেঙে পড়েন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘একদম স্বচ্ছভাবে এবার পুলিশে নিয়োগ হয়েছে। কোনো কোটায় নিয়োগ হয়নি। সবাই বিনা কোটায় নিয়োগ পেল।’

এবার টাঙ্গাইলে ২৭ হাজার ৭১ জন আবেদন করেছিল, সেখান থেকে ৫০ জনকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

১২০ টাকা ৫০ জন চাকরি পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর