Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঘরোয়া ট্রেবলে’ বার্সার অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫ ০৯:০৫ | আপডেট: ১৬ মে ২০২৫ ১২:২৮

লা লিগা জয়ের পর বার্সার উদযাপন

স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে জেতা হয়ে গিয়েছিল আগেই। লা লিগা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন তারা। এস্পানিওলের মাঠে ইয়ামাল-লোপেজের গোলে মৌসুমের তৃতীয় শিরোপাও ঘরে তুলল বার্সেলোনা। আর এতেই বার্সা পূর্ণ করল স্পেনের ‘ঘরোয়া ট্রেবল’।

লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ; এক মৌসুমে স্প্যানিশ ফুটবলের এই তিন শিরোপা জিতলে সেটাকে বলা হয় ঘরোয়া ট্রেবল। এই মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলা বার্সা এই বছরের শুরুতেই জিতেছিল স্প্যানিশ সুপার কাপ। এই টুর্নামেন্টের ফাইনালে তারা ৫-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে।

বিজ্ঞাপন

স্প্যানিশ সুপার কাপের পর কোপা ডেল রের ফাইনালেও বার্সার প্রতিপক্ষ ছিল রিয়াল। জমজমাট এক ফাইনালে অতিরিক্ত সময়ে কুন্দের গোলে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা জেতে বার্সা।

লা লিগায় এই মৌসুমের শুরু থেকেই উড়ছে বার্সা। মাঝে কিছুটা পিছিয়ে পড়লেও ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ফ্লিকের দল। শেষ পর্যন্ত ২ ম্যাচ হাতে রেখেই এক মৌসুম পর লিগ শিরোপা পুনরুদ্ধার করল কাতালানরা।

এক মৌসুমে স্পেনের তিন শিরোপা জেতায় ঘরোয়া ট্রেবল পূর্ণ করল বার্সা। এটি তাদের ইতিহাসের ৫ম ঘরোয়া ট্রেবল। এর আগে ২০০৮-০৯,  ২০১৭-১৮, ২০২২-২৩, ২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতেছিল বার্সা।

সারাবাংলা/এফএম

কোপা ডেল রে ঘরোয়া ট্রেবল বার্সেলোনা লা লিগা লামিন ইয়ামাল সুপারকোপা হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর