Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এই মুহূর্তে ইয়ামালই বিশ্বের সেরা ফুটবলার’

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫ ১৪:২২

ইয়ামাল জাদুতে লা লিগা শিরোপা জিতল বার্সা

বয়স তার মাত্র ১৭। এই অল্প বয়সেই বার্সেলোনার প্রাণভোমরা হয়ে উঠেছেন তিনি। লামিন ইয়ামাল জাদুতেই এই মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতে ইতিহাস গড়েছেন বার্সা। গত রাতে ইয়ামালের গোলেই লা লিগা শিরোপা জিতেছে কাতলানরা। শিরোপা জয়ের পর ইংলিশ ফুটবলার কোল পালমার বলছেন, এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল।

দুই মৌসুম আগে মাত্র ১৫ বছর বয়সে বার্সার হয়ে অভিষেক হয়েছিল ইয়ামালের। দুই বছর না পেরোতেই দলের মূল ভরসা হয়ে উঠেছেন তিনি। এবারের মৌসুমে অবিশ্বাস্য পারফর্ম করা ইয়ামালে ভর করেই স্প্যানিশ সুপার কাপ, কোপা ডেল রে ও লা লিগা শিরোপা জিতেছে বার্সা।

বিজ্ঞাপন

মাঠে নেমে প্রায় প্রতি ম্যাচেই গোল কিংবা অ্যাসিস্ট পেয়েছেন ইয়ামাল। বিশেষ করে লিওনেল মেসির মতো খেলার ধরনের কারণে বাড়তি নজর কেড়েছেন তিনি। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পালমার বলছেন, এই মুহূর্তে ইয়ামালই বিশ্বসেরা, ‘লামিন ইয়ামালের পারফরম্যান্স আসলেই পাগলাটে। আমি সত্যিই মনে করি এই মুহূর্তে সেই বিশ্বের সেরা ফুটবলার।’

বয়স ১৭ হলেও ইয়ামাল অনেক পরিপক্ক বলেই মানছেন পালমার, ‘মাঠে সে যা করে, সেটা আমি উপভোগ করি। শুধু কৌশলে নয়, তার মানসিকতাও দুর্দান্ত। সে অনেক পরিণত। এত অল্প বয়সেও তার অবিশ্বাস্য আত্মবিশ্বাস। সে ভিন্ন কিছু করতে একদমই ভয় পায় না।’

সারাবাংলা/এফএম

বার্সেলোনা লা লিগা লামিন ইয়ামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর