Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ৫০টির বেশি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১২:৩৯

শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ড

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশের কাপড়ের ও মুরগির দোকানের তিনটি গলিতে। অগ্নিকাণ্ডে কাপড়, মুদিখানা ও মুরগির অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। টানা তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।

সারাবাংলা/এসআর

অগ্নিকাণ্ড দোকান পুড়ে ছাই বাজারে আগুন মুন্সিগঞ্জ শ্রীনগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর