শিশু রাকিব হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
৪ নভেম্বর ২০২৪ ১৫:৫৫ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৫:৫৮
মুন্সিগঞ্জ: জেলার শ্রীনগরে লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদরাসা ছাত্র শিশু রাকিব (১৩) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলকাবাসী।
সোমবার (৪ নভেম্বর) এলাকাবাসী লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় নিতহ রাকিবের মা-বাবা ছাড়াও প্রায় ৫ শতাধিক স্থানীয় বাসিন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নিহত রাকিরের পরিবারের সদস্য ও এলাকাবাসী বলেন, হত্যার আড়াই বছর পার হয়ে গেলেও বিচার পাইনি। মাদরাসায় বলাৎকার করে গলা কেটে হত্যা করা হয়েছে রাকিবকে। হত্যার পর মেডিসিন দিয়ে নিহতের শরীর পুড়িয়ে ফেলেছে। রাকিবের খুনিদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যক্রের দাবী জানান তারা।
সারাবাংলা/এসআর
বিক্ষোভ বিচারের দাবি মানববন্ধন মুন্সিগঞ্জ শিশু শ্রীনগর হত্যা