Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে নিহত নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৫:১৭

সংগৃহীত ছবি।

কুড়িগ্রাম: কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে মাঠ থেকে গরু আন‌তে গি‌য়ে আক‌স্মিক বজ্রপা‌তে চা‌মে‌লি রাণী (৪০) না‌মে এক নারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৬ মে) দুপুরের দি‌কে উপ‌জেলার ধরণীবা‌ড়ি ইউনিয়‌নের মধুপুর ক্লি‌নি‌কের পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার ১২টার দি‌কে বৃষ্টি শুরু হয়। বৃ‌ষ্টি‌তে ওই গ্রা‌মের মদন চ‌ন্দ্রের স্ত্রী চা‌মেলী রাণী খ‌ড়ের গাদা থে‌কে গরু গোয়াল ঘ‌রে আন‌তে যান। এ সময় আক‌স্মিক বজ্রপা‌তের শিকার হয়ে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। এতে চা‌মেলী রাণীর এক‌টি বকনা গরুও মারা যায়।

উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)‌ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, ঘটনস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

নারী নিহত বজ্রপাত

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর