Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাব পরিচয়ে অপহরণ, দুই প্রবাসীর ৩৬ লাখ টাকা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৭:২৯

শ্রীনগর থানা, মুন্সীগঞ্জ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগরের ফেরিঘাট এলাকায় র‍্যাব পরিচয়ে দুই সৌদি আরব প্রবাসীকে মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় সৌদি প্রবাসী জমিস শেখ ও সুজন খানের থেকে এ টাকা লুট করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, তারা ঢাকা থেকে শ্রীনগরের বালাসুরের উদ্দেশ্যে নগর পরিবহণের একটি বাসে উঠেছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বাসটি শ্রীনগরের ফেরিঘাটে পৌঁছালে র‍্যাব পরিচয় দিয়ে একদল ব্যক্তি বাস থামিয়ে তাদের জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়।

পরে জসিম শেখ’র থেকে ২৫ লাখ ২০ হাজার ও সুজন খানের কাছ থেকে ১১ লাখ ৩০ হাজার ও মোবাইল ফোন লুট করে নেয়। পরে তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ ভুক্তভোগীদের বরাতে বলেন, ‘ভুক্তভোগীদের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকূল। গতকালই তারা সৌদি থেকে দেশে ফিরে। তাদের সঙ্গে থাকা সোনা ও সৌদি রিয়েল টাকায় কনভার্ট করে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাসে করে তাদের তুলে নিয়ে যায়।’

এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।

সারাবাংলা/এইচআই

অপহরণ প্রবাসী লুট শ্রীনগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর