Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ১৭ মে ২০২৫ ০০:১৮

প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে তা‌কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয় থে‌কে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ও‌য়েব সাই‌টে প্রকাশ করা হ‌য়ে‌ছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো।’

এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘এ কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ ২০২৪-২০২৫ অর্থ বৎসরের বাজেটের প্রতিষ্ঠান কোড ১১৯-প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১১৯০৯-আন্তঃবাহিনীগুলোর পরিচালন এবং ১১৯০৯১১০০০০০০-প্রতিরক্ষা অ্যাটাশে খাত থেকে সংকুলান করা হবে।’

সারাবাংলা/ইউজে/এইচআই

দূতাবাস প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয় মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর