Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণ ব্যাংকে আগুন ও বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে হামলার পরিকল্পনার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ২৩:০২

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমু

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমুর একটি অনলাইন বৈঠকের ভিডিও ফাঁস হয়েছে। যেখানে তাকে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের পরিকল্পনা করতে শোনা যায়।

শুক্রবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওর একটি ৩ মিনিট ৪৮ সেকেন্ডের স্ক্রিন রেকর্ডিং ছড়িয়ে পড়ে।

ভিডিওতে আশরাফুল আলম এমু বলতে শোনা যায়, ‘আমি তো প্ল্যানিং নিচ্ছি, আমার এলাকায় যে কয়টা গ্রামীণ ব্যাংক আছে, এক রাতেই সবগুলো জ্বালিয়ে দিব। এখন এই কাজটা যদি আমার উপজেলা আওয়ামী লীগ আমাকে সাহস না দেয়, পাশে না থাকে, তাহলে তো করতে পারব না।‘

তিনি আরও বলেন, ‘৫৬০টি উপজেলায় যদি একসঙ্গে রুখে দাঁড়াই, প্রত্যেক উপজেলার বিএনপি-জামায়াতের প্রথম সারির দশটা নেতার বাড়ি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, তাহলে ওরা এমনিতেই ভেঙে পড়বে।’

মিটিংয়ে তিনি অভিযোগ করেন, সাংগঠনিক কর্মকাণ্ডে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাকে বাধা দিচ্ছেন। তার ভাষায়, ‘আমি নিজে সাংগঠনিক কাজ করতে গেলেও আমাদের নেতারা বাধা দিচ্ছেন। বলছেন, পুলিশের হয়রানি বাড়ছে। পুলিশ আমাদের সঙ্গে আছে। কিন্তু আমরা যদি রাস্তায় না নামি, তাহলে পুলিশ সাহায্য করবে না। যেমন আমার এলাকায় পুলিশ ইচ্ছাকৃতভাবে কাউকে ধরছে না। বিএনপি-জামায়াত চাপ দিলে তখনই ধরতে যাচ্ছে।’

বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আশরাফুল আলম এমুর মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বেলাল হোসেন বলেন, ‘কেউ যদি ইসলামী ব্যাংকে আগুন দেওয়ার বা বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো উসকানিমূলক পরিকল্পনা করে, তাহলে সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি। পুলিশ ও প্রশাসনের উচিত এসব উসকানিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা।’

বিজ্ঞাপন

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। দলীয়ভাবে আলোচনা করে পরে প্রতিক্রিয়া জানাবো।’

এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, ‘আমি এই বিষয়টি জানি না। তবে জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

আগুন গ্রামীণ ব্যাংক বিএনপি-জামায়াত হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর