Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ০৮:৪১ | আপডেট: ১৭ মে ২০২৫ ১১:১৫

প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া সুরাজপুর-মানিকপুরের মাঝের ফাঁড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শফিকুল ইসলাম।

নিহতরা হলেন, মোহাম্মদ কাইছার (২৮) ও শহিদুল ইসলাম শহিদ (৩১)। নিহত কাইছার চকরিয়া উপজেলার পূর্ব ভেওলার ফজুমিয়াজির চর পড়ার মৃত কপিল উদ্দিনের ছেলে। আর শহীদ হলেন লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকার আফজাল হোসেনের ছেলে।

ওসি বলেন, সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক রয়েছে ট্রাক চালক ও হেলপার। জব্দ আছে দুর্ঘটনাকবলিত গাড়ি।

সারাবাংলা/এনজে

নিহত সিএনজি-ট্রাক সংঘর্ষ