Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগদের দায়িত্ব নিল ডাক অধিদফতর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ০৯:০৫

ঢাকা: মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের দায়িত্ব নিয়েছে ডাক অধিদফতর। ডাক অধিদফতরের পরিচালক আবু তালেবকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে নগদ এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রশাসক দলের ওপর আদালতের স্থগিতাদেশ থাকায় ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তির আওতায় থাকা নগদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদফতর।

বৃহস্পতিবার (১৫ মে) ডাক অধিদফতরের অফিস আদেশে বলা হয়েছে, নগদ পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিযুক্তির আদেশের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে ডাক অধিদফতরকে নগদ পরিচালনায় সার্বিক দায়িত্বভার গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নগদের প্রধান কার্যালয় এবং সংশ্লিষ্ট সব স্থানে সরেজমিন উপস্থিত হয়ে সময়ে সময়ে প্রতিবেদন দাখিল করার জন্য একটি কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন ডাক অধিদফতরের পরিচালক মো. আবু তালেব ও মো. আমিনুর রহমান। অন্যরা হলেন পোস্টাল অ্যাটাচি এস এম ওয়াদুদুল ইসলাম, প্রোগ্রামার মো. মনিরুজ্জামান, ডিপিএমজি সঞ্জিত চন্দ্র পণ্ডিত, মো. সাহেদুজ্জামান সরকার, খন্দকার শাহনুর সাব্বির ও এ কে এম মনিরুজ্জামান।

এর আগে গত সপ্তাহে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পরে নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান মো. সাফায়েত আলম।
ডাক অধিদফতরের কমিটি গঠনের বিষয়ে নগদের সিইও মো. সাফায়েত আলম বলেন, ‘নগদ ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগি চুক্তির আওতায় একটি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। এই বিষয়টি নিয়ে অনেকভাবে বিভ্রান্তি ও অপতথ্য ছড়ানো হয়েছে নগদের শুরু থেকেই। বিষয়টি আরো একবার স্পষ্ট হলো এবং ডাক অধিদফতরের এই কমিটি গঠনকে আমরা স্বাগত জানাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা আশা করি দেশের অন্যতম সফল একটি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ আরও বেশি উদ্ভাবনী চিন্তা ও সেবা নিয়ে তার গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাবে। নগদ নিয়ে কোনো গুজব বা অপতথ্যে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি।

গত আগস্টে বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ করলে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে তখন উচ্চআদালতের দ্বারাস্থ হন মো. সাফায়েত আলম। গত সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালত নগদে প্রশাসক নিয়োগে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। এরপরই প্রতিষ্ঠানটির নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাফায়েত আলম।

সারাবাংলা/ইএইচটি/এনজে

ডাক অধিদফতর দায়িত্ব নগদ

বিজ্ঞাপন

আইএসপিএবি’র ভোট শুরু
১৭ মে ২০২৫ ১০:৪৭

আরো

সম্পর্কিত খবর