Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ৬০ লাখ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ

লোকাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৫:৩২ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৫:৩৬

ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শনিবার (১৭ মে) দুপুরে বিজিবি জানায় চোরাচালন ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল জব্দের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপির বিশেষ টহলদল কর্তৃক গত ১৬ মে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে পাঁকা রাস্তার ওপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় ভ্যান যোগে চোরাকারবারীরা কিছু মালামাল নিয়ে আসে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ৪ বস্তা মালামাল ফেলে পালিয়ে যায়। উক্ত স্থান হতে বিজিবির টহলদল ২০১ দশমিক ৫ কেজি ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) জব্দ করে। জব্দ মালামালের দাম ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, সোনা, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল জব্দে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

ভায়াগ্রা মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর