Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি মমতাজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৬:২৩ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৮:০০

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় চারদিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন মমতাজকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। পরে জামিন চান মমতাজ এর আইনজীবী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে, ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেফতার করা হয়। পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালান আসামিরা। এ সময় সাগরের বুকে গুলি লেগে পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে তিনি মারা যান।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন নিহতের মা বিউটি আক্তার। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

সারাবাংলা/আরএম/এইচআই

কারাগার মমতাজ বেগম রিমান্ড সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর